ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রেন দুর্ঘটনায় উত্তর প্রদেশের প্রতিমন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, মে ১৯, ২০১৪
ট্রেন দুর্ঘটনায় উত্তর প্রদেশের প্রতিমন্ত্রীর মৃত্যু

ঢাকা: সমাজবাদী দলের নেতা ও উত্তর প্রদেশ সরকারের প্রতিমন্ত্রী সেতাই রাম ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন।

সোমবার রাজ্যের রাজধানী লক্ষ্মৌ থেকে প্রায় ২৫৭ কিলোমিটার দূরে জৈনপুর এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।



জৈনপুর জেলা ম্যাজিস্ট্রেট সুহাস এল ওয়াই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তর প্রদেশের প্রতিমন্ত্রী সেতাইরাম গ্রামের বাড়ি থেকে জৈনপুরের দিকে গাড়ি করে আসছিলেন। পথে রেলক্রসিং পার হওয়ার সময় তার গাড়িটি অচল হয়ে যায়। এ সময় গাড়িটিকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী ট্রেন। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক ও দেহরক্ষী সহ নিহত হন মন্ত্রী সেতাইরাম।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।