ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় পোপের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, মে ১৭, ২০১৪
লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় পোপের শোক

ঢাকা: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুরের কাছে মেঘনা নদীতে লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস।

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো ভ্যাটিকান সিটির পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন স্বাক্ষরিত এক বিবৃতিতে পোপ এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে বলা হয়, দুঘর্টনায় যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের পরিবারের সঙ্গে প্রার্থনায় ও সহমর্মিতায় একাত্মতা প্রকাশ করেন পোপ। তিনি পরম করুণাময়ের কাছে নিহত সকলের আত্মার কল্যাণ কামনা করেন।

বিবৃতিতে ‍আরও বলা হয়, রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকাজে নিয়োজিতদের অনুপ্রেরণা দেন পোপ। একইসঙ্গে জাতির জন্য সৃষ্টিকর্তার কাছে সান্ত্বনা, নিরাময় ও আশীর্বাদ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণআ, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।