ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় হাসপাতালে গাড়িবোমা, ৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
সিরিয়ায় হাসপাতালে গাড়িবোমা, ৯ জনের প্রাণহানি

ঢাকা: তুর্কী সীমান্ত সংলগ্ন সিরিয়ার আতমেহ শহরের একটি হাসপাতালে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

বৃটেন ভিত্তিক সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত তুর্কি সংবাদ সংস্থা আন্দালু এজেন্সি বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, রোববার সকালে বিস্ফোরকভর্তি একটি গাড়ি আতমেহ শহরের ওই হাসপাতালে আঘাত হানে।

উপসাগরীয় এক ধনকুবের এই হাসপাতাল পরিচালনা করেন। এখনও কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করে নেয়নি।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত আতমেহ শহরে হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়ে আছেন। সিরিয়ার সংঘাতে এখন পর্যন্ত প্রায় দুইলাখ মানুষ মারা গেছেন। বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে লড়ছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।