ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অবশেষে আটক হলেন মাদক সম্রাট ‘এল চ্যাপো’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
অবশেষে আটক হলেন মাদক সম্রাট ‘এল চ্যাপো’

ঢাকা: বিশ্বের অন্যতম মোস্ট ওয়ানটেড মেক্সিকোর মাদক সম্রাট হোয়াকিন গুসমান ওরফে শর্টি ওরফে এল চ্যাপোকে গ্রেফত‍ার করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা। তার গ্রেফতার দেশটির চলমান মাদকবিরোধী লড়াইয়ের অন্যতম সাফল্য হিসেবে অভিহিত করা হচ্ছে।



দীর্ঘ ১৩ বছর আইনের চোখে ধূলো দিয়ে পালিয়ে থাকার পর শনিবার সকালে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলের পর্যটন নগরী মাসাতলানের একটি হোটেল থেকে আটক হন তিনি।

মেক্সিকোর মাদক সহিংসতার মূল নাটের গুরু হিসেবে অভিহিত করা হয় গুসমানকে। তবে বিশ্লেষকদের ধারণা এল চ্যাপোর গ্রেফতার দেশটিতে আরও সহিংসতা উস্কে দিতে পারে।

মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সমান কুখ্যাত ছিলেন এল চ্যাপো। গত বছর পাবলিক এনিমি নং ১ হিসেবে গুসমানের নাম ঘোষণা করে শিকাগো পুলিশ। কুখ্যাত গ্যাংস্টার আল কাপোকেই কেবল এর আগে পাবলিক এনিমি নং ১ হিসেবে ঘোষণা করেছিলো শিকাগো। তাকে গ্রেফতারে তথ্য দেয়ার ক্ষেত্রে ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে যুক্তরাষ্ট্র সরকার।

এল চ্যাপোর গ্রেফতার মেক্সিকোর কুখ্যাত মাদক চক্রের জন্য একটি বড় আঘাত। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়া জুড়ে মাদক ব্যবসা পরিচালনা করে থাকে এই মাদক চক্র।

ক্ষমতায় আসার ২০০৭ সালে মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফেলিপ ক্যালদেরন মাদকচক্রগুলোকে দমনের জন্য সামরিক বাহিনী নামালে এই মাদক সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৮০ হাজার লোক মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।