ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাসাদ বিক্ষোভকারীদের দখলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, ফেব্রুয়ারি ২২, ২০১৪
ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাসাদ বিক্ষোভকারীদের দখলে

ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্টের প্রাসাদ বিরোধীদলের বিক্ষোভকারীরা দখল করে নিয়েছেন।

এর আগে পুলিশ প্রাসাদ থেকে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে সেখান থেকে সরিয়ে দেন।

এরপরই প্রেসিডেন্ট প্রাসাদ বিরোধীদের দখলে চলে যায়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে, প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ার সীমান্তবর্তী শহর খারখিভে অবস্থান করছেন।

এদিকে, শনিবার সে দেশের পার্লামেন্টে বিরোধীদলীয় প্রধান ইউলিয়া টিমোশেঙ্কোকে দ্রুত মুক্তি দেওয়ার বিষয়ে ভোট দিয়েছে।

টিমোশেঙ্কো বর্তমানে কারান্তরীণ রয়েছেন। ২০১১ সালে দেশের প্রধান থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এ অভিযোগ এনে তাকে জেলে পাঠানো হয়।

অপরদিকে, বিরোধীদল ২৫ মে’র আগেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে।

শনিবার পার্লামেন্ট অধিবেশন শুরুর পর স্পিকার ভোলোদিমির রিবাক অসুস্থতার কারণ দেখিয়ে  পদত্যাগ করেন। এরপর সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়ার জোটভুক্ত দলের ওলেক্সান্দর টারচিনভকে স্পিকার নির্বাচিত করা করা হয়।

এদিকে, কিয়েভের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়ে আছেন।

বিরোধী উদার পার্টি নেতা ভিটালি ক্লিটসচকো পার্লামেন্ট সদস্যদের বলেছেন, প্রেসিডেন্ট ইয়ানুভিচকে শিগগিরই পদত্যাগ করতে তারা পার্লামেন্টে একটি প্রস্তাব আনবেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।