ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পিজাহাটে কিচেনের সিঙ্কেই প্রস্রাব!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, ফেব্রুয়ারি ২০, ২০১৪
পিজাহাটে কিচেনের সিঙ্কেই প্রস্রাব!

ঘটনা পৃথিবীর অপর প্রান্তের। তবে তা নিতান্তই ন্যক্কারজনক।

ঘটনা পিজাহাটে। বিশ্বজুড়েই নাম রয়েছে যে চেইন শপের। বাংলাদেশেও রমরমা ব্যবসা।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় এই পিজাহাটেরই একটি শপে ঘটেছে ঘটনাটি। সেখানে একটি শপের ম্যানেজার প্রস্রাব করছেন কিচেনের সিঙ্কের মধ্যে। ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে সে দৃশ্য। আর এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দোকানটির ঝাঁপ নামিয়ে তালা লাগিয়ে দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কর্তৃপক্ষ দোকানটি স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে।

আর পিজাহাট কর্পোরেশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে তারা বিষয়টিতে ভীষণভাবে বিব্রত। মানরক্ষার ব্যাপারে তাদের ‘জিরো টলারেন্সের’ কথাও জানান দিয়েছে কর্পোরেশনটি।

ভিডিওতে দেখা গেছে দোকানের ম্যানেজার কিচেনের সিঙ্কের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। পিজাহাট জানিয়েছে, ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার পরে ঘটনাটি ঘটে।  

বাংলাদেশ সময় ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।