ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের সেনাপ্রধানের পক্ষে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
মিশরের সেনাপ্রধানের পক্ষে পুতিন

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল-সিসির সিদ্ধান্ত তিনি সমর্থন করেন।

বৃহস্পতিবার মস্কোয় আল-সিসির সঙ্গে এক বৈঠকের শুরুতে পুতিন এ মন্তব্য করেন।

তিনি জানান, মিশরীয় সেনাপ্রধানের সিদ্ধান্তের ব্যপারে তিনি ‘সতর্ক’।

আল-সিসিকে পুতিন বলেন, ‘আমি জানি যে আপনি মিশরের প্রেসিডেন্ট লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আমি ব্যক্তিগত ও রাশিয়ার জনগণের পক্ষে আপনার মঙ্গল কামনা করছি। ’

গত জুলাইয়ে আব্দুল ফাত্তাহ আল-সিসির মদতে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়।

নতুন সংবিধান অনুযায়ী, মধ্য এপ্রিলে মিশরের প্রেসিডেন্ট নির্বাচন। ধারণা করা হচ্ছে, নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন আল-সিসি।

রাশিয়ার সঙ্গে ২০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি করতে মস্কোয় ‍অবস্থান করছেন মিশরীয় সেনাপ্রধান।

মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র মিশরকে দেওয়া বাৎসরিক সামরিক সহায়তা স্থগিত করার পরই রাশিয়ার সঙ্গে এ চুক্তি করছেন আল-সিসি।

আল-সিসি বলেছেন, ‘আমাদের সফরে মিশর ও রাশিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আমরা এ সহযোগিতাকে তরান্বিত করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।