ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৩৯

ঢাকা: নাইজেরিয়ার কোন্দুগা শহরে ইসলামপন্থি জঙ্গিদের হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে।

স্থানীয় অধিবাসীরা জানান, বোরনো রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন্দুগা শহরে ওই হামলা শুরু হয় মঙ্গলবার রাতে।

বন্দুকধারীরা ট্রাকে করে এসে সেখানে হামলা চালায়। এসময় সরকারি বাহিনীর সঙ্গে তাদের কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

হামলায় ঘটনায় নিহত ৩ শিশুসহ অন্তত ৩৯টি লাশ উদ্ধার করা হয়েছে বুধবার। এছাড়াও এতে একটি মসজিদসহ অন্তত এক হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

বোরনো এলাকাটি ইসলামপন্থি জঙ্গি বোকো হারাম অধ্যুষিত। যারা কয়েক বছর ধরে সরকার বিরোধী বিদ্রোহ চালিয়ে আসছে দেশটিতে।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।