ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে তুষারপাতে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, ফেব্রুয়ারি ৯, ২০১৪
জাপানে তুষারপাতে নিহত ৭

ঢাকা: জাপানে ভারি তুষারপাতে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক হাজারের বেশি মানুষ।

রোববার এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ তুষারপাত শনিবার আঘাত হানে দেশটির রাজধানী টোকিওসহ দেশের বেশ কিছু এলাকায়।

আবহাওয়াবিদদের মতে, টোকিওতে শনিবার দিনের শেষের দিকে ২৭ সেন্টিমিটার পর্যন্ত তুষার রেকর্ড করা হয়েছে। যা রাজধানীতে বিগত ৪৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি।

এমন সময় দেশটিতে তুষারপাত আঘাত হানল যখন টোকিওতে গভর্নর নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

পর্যবেক্ষকরা বলছেন, ভারি তুষারপাতের কারণে নগরীর ১ কোটি ৩০ লাখ লোকের ভোটদানের ওপর প্রভাব পড়তে পারে।

তুষারের কবলে রোববার সকালের দিকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে জাপানের ২০ হাজার মানুষ। বাতিল করা হয় অন্তত ৩শ' অভ্যন্তরীণ ফ্লাইট। এছাড়াও ভারি তুষারের কারণে শনিবার নারিতা বিমানবন্দরে ৫ হাজারের বেশি লোক আটকা পড়েছে। শনিবার থেকে শুরু হওয়া ভারি এ তুষারপাতে দেশটির জনগণের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

লাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।