ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মোবাইলে পর্ন ভিডিও, ব্রিটেনে ৩ নিরাপত্তারক্ষী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, ফেব্রুয়ারি ৮, ২০১৪
মোবাইলে পর্ন ভিডিও, ব্রিটেনে ৩ নিরাপত্তারক্ষী আটক

ঢাকা: মোবাইলে থেকে মোবাইলে হার্ডকোর পর্নগ্রাফি বিনিময় করার অভিযোগে ব্রিটেনের কূটনীতিক নিরাপত্তারক্ষী বাহিনীর (ডিপিজি) ৩ সদস্যকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।

 

প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিট, লন্ডন পুলিশের সদরদপ্তর স্কটল্যান্ড ইয়ার্ড ও রাজধানী লন্ডনে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করে রাজসিক বাহিনী ডিপিজি।

 

স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র শনিবার জানিয়েছেন, তদন্তে গ্রেফতারকৃতদের পর্নগ্রাফি বিনিময়ের দৃশ্যটির প্রমাণ পাওয়া গেছে।

 

ডিপিজি সূত্র জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই তিনজনের একজনকে বরখাস্ত করা হয়েছে এবং দু’জনকে অনুমতি সাপেক্ষে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সরকারি মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী এবং সফররত বিভিন্ন দেশ ও সরকারপ্রধানদের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে।

 

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।