ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে তীব্র তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, ফেব্রুয়ারি ৮, ২০১৪
জাপানে তীব্র তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

ঢাকা: জাপানের রাজধানী টোকিওতে তীব্র তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারপারে তীব্রতায় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির ‍বাইরে না যেতে বলা হয়েছে।


১৩ বছরের মধ্যে এই প্রথম তীব্র তুষারপাতের কারণে টোকিওতে সতর্কতা ঘোষণা করা হলো।


শনিবার সকাল পর্যন্ত টোকিওতে ৪ সেন্টিমিটার তুষার রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র তুষারপাতে যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বেশি আঘাত হেনেছে। শনিবার দিনব্যাপী ভারী তুষারপাত হতে পারে।


তীব্র তুষারপাতে দেশের শত শত বিমান ফ্লাইট স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে অনেক ট্রেনের শিডিউল। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু রাস্তাঘাটও।


স্থানীয় গণমাধ্যম বলছে, তুষারজনিত দুর্টনায় অন্তত ৪৩ জন আহত হয়েছে। তুষারে টোকিওর রাস্তাঘাত ও ফুটপাতের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে।


বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।