ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নিজেদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে লিবিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, ফেব্রুয়ারি ৫, ২০১৪
নিজেদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে লিবিয়া

ঢাকা: লিবিয়া তার কাছে থাকা ‘সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস’ করেছে বলে দাবি করছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ আবদেলজিজ জানান, ধ্বংস করার অস্ত্রের মধ্যে রয়েছে বোমা, মর্টার শেল ইত্যাদি।



২০০৪ সালে লিবিয়া ২৫ টন অস্ত্রের মজুদের কথা প্রকাশ করে। এরপর আন্তর্জাতিক মহল থেকে দেশটির রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য চাপে আসে লিবিয়ার ওপর।

এক পর্যায়ে আন্তর্জাতিক অস্ত্র চুক্তিতে (সিডব্লিউসি) স্বাক্ষর করে দেশটি সকল অস্ত্র ধ্বংসের প্রতিশ্রুতি দেয়। এরপরই সম্প্রতি অস্ত্র ধ্বংসের এই ঘোষণা আসল।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।