ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রেকর্ড মুনাফার আশা টয়োটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, ফেব্রুয়ারি ৪, ২০১৪
রেকর্ড মুনাফার আশা টয়োটার

ঢাকা: চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ মুনাফার আশা করছে জাপানের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। আগামী মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে টয়োটায় পরিচালন মুনাফা দুই হাজার তিনশ’ কোটি ডলার হবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে।



আর টয়োটার এ মুনাফা হবে গত বছরের একই সময়ে তুলনায় পাঁচগুণ বেশি। ইয়েনের ধারাবাহিক দরপতনও মুনাফা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে টয়োটা জানায়।

এ বিষয়ে এক বিবৃতিতে টয়োটা জানায়, খরচ কমানো ও বাজারজাতকরণ প্রক্রিয়া পরিবর্তনের পাশাপাশি ইয়েনের মূল্য ধারাবাহিক পতন মুনাফা বৃদ্ধিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০১২ সালের শেষ থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ২৫ শতাংশ কমেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।