ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নারী অবমূল্যায়নের অভিযোগ তুলে এএপি ছাড়লেন নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, ফেব্রুয়ারি ৩, ২০১৪
নারী অবমূল্যায়নের অভিযোগ তুলে এএপি ছাড়লেন নেত্রী

ঢাকা: ‘দলে নারীদের মানুষ বলে মনে করা হয় না’- এমন অভিযোগ তুলে দিল্লির ক্ষমতাসীন ও আলোচিত আম আদমি পার্টি (এএপি) ছাড়লেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা মধু ভাদুরি।

 

মধুর এমন বক্তব্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বিতর্কে জড়ালো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি।

 

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দলীয় নীতিতে চরম লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলে দল থেকেই সরে দাঁড়িয়েছেন অন্যতম প্রতিষ্ঠাতা। দলে নারীদের কোনো সম্মান নেই বলেও অভিযোগ করেন মধু।

 

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আম আদমির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য মধু অভিযোগ করেন, আমার আপত্তি এ দলের মানবিকতা নিয়ে। এই দলে নারীদের মানুষ বলেই মনে করা হয় না। আম আদমির মানসিকতা পঞ্চায়েতের মত। নারীদের কোনো স্থান নেই এখানে।

 

অন্য নারী সদস্যদের বিন্দুমাত্র আত্মসম্মানবোধ থাকলে তাদেরও আম আদমি ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন মধু।

 

রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি দিল্লির রাজ্য সরকারের আইনমন্ত্রী সোমনাথ ভারতীর নেতৃত্বে একটি নাইজেরীয় বস্তিতে অভিযানের নামে নারীদের হেনস্তা করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় নীতি নিয়ে এমন প্রশ্ন তুললেন মধু।

 

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।