ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আরব আমিরাতে দুই বাংলাদেশি খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, ফেব্রুয়ারি ২, ২০১৪
আরব আমিরাতে দুই বাংলাদেশি খুন

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে এক জোড়া জুতা নিয়ে তর্কের জেরে দুই বাংলাদেশি খুন হয়েছেন। শনিবার শারজায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম গালফ নিউজ।

একই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।  

 

তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, শারজাহর এক নম্বর শিল্পাঞ্চলটি মূলত বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থল হিসেবে পরিচিত। ওইদিন একজন এক জোড়া জুতা পরলে আরেকজন নিজের বলে দাবি করে। মালিকানা নিয়ে দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।  

 

একপর্যায়ে তাদের একজন রান্নায় ব্যবহূত ছুরি দিয়ে অন্যজনের বুকে আঘাত করেন। কক্ষে থাকা বাকিরাও ছুরি নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে দুজন নিহত ও তিনজন আহত হন।

 

আহতদের আল কুয়েতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থ‍া স্থিতিশীল।

 

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।