ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদের ছাদ ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, ফেব্রুয়ারি ২, ২০১৪

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার একটি মসজিদের ছাদ ধসে কমপক্ষে ৫ জন নিহত ও আহত হয়েছেন ৫০ জনের বেশি মুসল্লি।

রোববারের এ দুর্ঘটনার পরপরই দ্রুত হতাহতদের উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মসজিদের ভেতরে মাওলানা রুবনাওয়াজের কুলখানি অনুষ্ঠান চলছিল। ছাদ ধসে পড়ার সময় মসজিদের উপর তলায় নারী ও শিশুরা কুরআন তিলাওয়াত করছিলেন।

প্রাদেশিক অর্থ সচিব, জামায়াতে আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট হাসপাতালে আহতদের দেখতে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।