ইরান আগামী সপ্তাহে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের (ই৩) সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।
আগস্টের মধ্যে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে ইরান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের (ই৩) উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম। যদিও এখনো সময় ও স্থান চূড়ান্ত হয়নি, তবুও আলোচনার প্রস্তুতি চলছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো সতর্ক করে বলেছেন, চুক্তি না হলে জাতিসংঘের পুরোনো নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হবে। এতে ইরানের ওপর অস্ত্র, ব্যাংক ও পারমাণবিক সরঞ্জাম সংক্রান্ত বৈশ্বিক নিষেধাজ্ঞা আবার জারি হবে।
২০১৫ সালের যৌথ পরমাণু চুক্তি (জেসিপিওএ) অনুযায়ী, ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া ব্যবহার করে ই৩ দেশগুলো এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে। উল্লেখ্য, ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হুমকির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর এমন সিদ্ধান্তের কোনো নৈতিক বা আইনগত ভিত্তি নেই। বরং যুক্তরাষ্ট্রই চুক্তি ভেঙে আলোচনার টেবিল ছেড়েছে এবং সর্বশেষ সামরিক পদক্ষেপ নিয়েছে।
গত মাসে ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আলোচনা শুরু হলেও তা ভেঙে যায়। এরপর ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালায় এবং ২২ জুন যুক্তরাষ্ট্রও ওই সংঘাতে যুক্ত হয়ে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
এমএম