ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে সড়ক দুর্ঘটনায় ১০ পূণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, ফেব্রুয়ারি ২, ২০১৪
নেপালে সড়ক দুর্ঘটনায় ১০ পূণ্যার্থী নিহত

ঢাকা: নেপালের পূর্বাঞ্চলে হিন্দু তীর্থযাত্রী-বাহী একটি বাস গভীর খাদে পড়ে গিয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসটিতে থাকা বাকি ৫৬ যাত্রী।



সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার ৬৬ জন যাত্রীবাহী বাসটি সিন্ধুলি জেলা থেকে খোতাংয়ের হালেশিই মাদেব এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ওখালডুঙ্গা জেলার সুকলাতার গ্রামের সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি।

৩ পূণ্যার্থী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মারা যান আরও ৭ জন।

বাকি আহতদের উদ্ধার করে নিকটস্থ উদয় কাতারি হসপিটাল, বিরাটনগর ন্যুরো হসপিটাল ও ললিতপুর জেলার বিঅ্যান্ডবি হসপিটালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।