ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আগারতলায় দম্পতির আত্মহত্যা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, জানুয়ারি ৩১, ২০১৪
আগারতলায় দম্পতির আত্মহত্যা

আগরতলা (ত্রিপুরা): পারিবারিক ঝামেলা। তা থেকেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করল ত্রিপুরার এক দম্পতি।

শুক্রবার ভোর চারটার সময় বিশালগড়ে এই ঘটে।

বিশালগড়ের পুর পরিষদ এলাকার মুড়াবারির বাসিন্দা বিশ্বজিত সরকার। বয়স ৩৫ বছর। পেশায় দিন মজুর। তার স্ত্রী উমা সরকার। বয়স ২৯। ১৫ বছরের আগে তাদের দুজনের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে পায়েল (৮) এবং এক ছেলে দেবজিত (৫) রয়েছে। আশেপাশের বাড়ির লোকজন জানিয়েছেন প্রায় প্রতিদিন এই দম্পতির মধ্যে ঝগড়া চলত। শুক্রবার ভোর রাতে হঠাৎ তাদের বাড়িতে কান্নাকাটি শুনে তারা ছুটে আসেন। দেখেন ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে পরে আছে ওই দুইজন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।