ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোশাররফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, জানুয়ারি ৩১, ২০১৪
মোশাররফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) পারভেজ মোশাররফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আবেদন নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

শুক্রবার তিন সদস্য বিশিষ্ট বিশেষ আদালত এ পরোয়ানা জারি করে।

একই সঙ্গে ৯ ফেব্রুয়ারি আদালতে মোশাররফকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে ওই দিন পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত।
সিদ্ধান্ত ঘোষণার সময় আদালত জানায়, মোশাররফের স্বাস্থ্য সংক্রান্ত যে প্রতিবেদন চিকিৎসকেরা জমা দিয়েছেন তাতে কোথাও উল্লেখ নেই তিনি আদালতে হাজির হতে পারবেন না। তাই কোনো উপায় না পেয়ে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।