ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দেড়শ’ চিত্রকর্মের খোঁজে ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, জানুয়ারি ২৭, ২০১৪
দেড়শ’ চিত্রকর্মের খোঁজে ফিলিপাইন

ঢাকা: ভিনসেন্ট ভ্যান গগ, মাইকেলেঞ্জেলো, রেমব্রান্টের মতো ভুবনখ্যাত চিত্রকরদের অসাধারণ সব চিত্রকর্মসহ দেড় শতাধিক চিত্রকর্মের খোঁজে নেমেছে ফিলিপাইন সরকার। কিন্তু প্রয়োজনীয় তহবিলের অভাবে কাজটি ঠিকভাবে করতে পারছে না কর্তৃপক্ষ।

চিত্রকর্মগুলো সাবেক ফার্স্টলেডি ইমেলডা মার্কোসের এক সংগ্রহশালায় ছিল।

চিত্রকর্মগুলোর মধ্যে বিখ্যাত ফরাসি চিত্রকর ক্লদ মনের একটি চিত্রকর্মও রয়েছে। সাবেক স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোসের এক সহকারী ৩২ মিলিয়ন ডলারের বিনিময়ে চিত্রকর্মটি বিক্রি করেন। ‘পিপল পাওয়ার’ বিদ্রোহের মুখে মার্কোসের ২০ বছরের শাসনের অবসান ঘটে ১৯৮৬ সালে। এরপর তার পুরো পরিবারকে হাওয়াই দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।

মার্কোসের ‘অবৈধ সম্পদ’ উদ্ধারের দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রধান আঁন্দ্রে বাতিস্তা বলেন, ‘পিপল পাওয়ার রেভ্যুলুশন’র পর দেশের বিভিন্ন নথিপত্র থেকে এসব চিত্রকর্মেরে একটি তালিকা তৈরি করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।