ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিংহে ধরাশায়ী হাতি!

শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, জানুয়ারি ২৭, ২০১৪
সিংহে ধরাশায়ী হাতি!

ঢাকা: প্রথমে ধাওয়া, তারপর পিঠে চড়ে কামড়ে ধরে যাত্রী বেশে কিছু দূর যাওয়া এবং অবশেষে ধরাশায়ী করা। এভাবে একাই একটি হাতি শাবককে কাবু করেছে একটি সিংহ।



জিম্বাবুয়ের ন্যাশনাল পার্কে কোনো একটি গর্তের পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছিল হাতি শাবকটি। দল ছাড়া হাতি শাবকটির ওপর নজর পড়ে হিংস্র একটি সিংহের। সুযোগ বুঝে ধাওয়া দেয় তিন থেকে চার বছরের হাতিটিকে।


প্রথমে সিংহটিকে ভয় দেখানোর চেষ্টা করলেও পরে জীবন শঙ্কায় দৌঁড়ানো শুরু করে হাতিটি। কিন্তু সিংহের ক্ষিপ্র গতিতে হার মানতে হয় তাকে। হাতিটি ধরাশায়ী হওয়ার পর সিংহের সঙ্গে ভাগ বসাতে আসে একটি সিংহ ও একটি সিংহ শাবক।


প্রায় ৩০ থেকে ৪০ মিনিট চলে হাতি বধের এ ঘটনা। শুরু থেকে শেষ পযর্ন্ত  সিংহের হাতি বধের এ দৃশ্য ধারণ করেছেন হেইদি ও কুর্ট হ্যাস।

কুর্ট বলেছেন, সিংহটি হাতিটিকে মাটিতে লুটিয়ে ফেলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তারপর হাতিটির পিঠে চড়ে খামচে ধরে গতি ধীর করার চেষ্টা চালায়। অবশেষে হার মনে হাতিটি।


হাতি শাবকটি কোনো দলে ছিল বা না একাই থাকে তা উদ্ধার করতে পারেন নি কুর্ট। তিনি বলেন, হাতিটির ওপর সিংহের আক্রমণ ও ধরাশায়ী করা পর্যন্ত আশপাশে কোনো বড় হাতিকে দেখা যায়নি।


প্রচণ্ড তৃষ্ণা পেয়েই হাতি শাবকটি দল ছাড়া হতে পারে বলে মন্তব্য তার। এভাবে একটি প্রাণীর হাতে আরেকটি প্রাণীর প্রাণনাশকে দুঃখের বললেও প্রকৃতি সম্পর্কে প্রাকৃতিক অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।


তিনি বলছেন, চলচ্চিত্রকারের  চোখে এবং একজন হাতিপ্রেমী হিসেবে জলে ছলছল করা চোখে এমন দৃশ্য দেখতে পাওয়া সৌভাগ্যের। অদ্বিতীয় এ অভিজ্ঞতা কখনই ভোলার নয়।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।