ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কর্মী ছাঁটাই করছে কোকাকোলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, জানুয়ারি ২৩, ২০১৪
কর্মী ছাঁটাই করছে কোকাকোলা

ঢাকা: ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের বহুজাতিক কোমল পানীয় উৎপাদক ও বিক্রেতা প্রতিষ্ঠান কোকাকোলা। ইউরোপের দেশ স্পেন থেকে তারা ৭৫০ জন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া।



এটি ইউরোপের সবচেয়ে বেশি বেকার (৪৭ লাখ) থাকা দেশটির জন্য আরও একটি খারাপ সংবাদও বটে।

কোকাকোলা আইবেরিয়ান পার্টনার্স বুধবার তাদের এই সিদ্ধান্ত শ্রমিক সংগঠনকে জানিয়েছে। এছাড়া আরও ৫শ’ কর্মীকে অন্য কারখানায় সরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে আইবেরিয়ান পার্টনার্স।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্পেনের মাদ্রিদ, আলিকেন্ট এবং অস্টুরিয়াসে অবস্থিত এগারটি প্ল্যান্টের মধ্যে চারটি প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে কোকাকোলা।

এদিকে কাজের গতিবৃদ্ধি, পণ্যের মান বজায় ও নকল প্রতিরোধে নতুন করে পরিকল্পনা হাতে নেওয়া কথা জানিয়েছে কোকাকোলা।

মাদ্রিদ, বার্সেলোনা এবং স্যাভিলায় ভোক্তার চাহিদা মেটাতে আরও পরিকল্পিতভাবে কাজ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।