ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দ.আফ্রিকার খনিতে আবারও মিললো নীল হীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, জানুয়ারি ২২, ২০১৪
দ.আফ্রিকার খনিতে আবারও মিললো নীল হীরা

ঢাকা: দক্ষিণ আফ্রিকার একটি খনিতে দুর্লভ নীল হীরা পাওয়া গেছে। প্রিটোরিয়া থেকে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ৪০ কিলোমিটার দূরের কুলিনান খনিতে পাওয়া নীল হীরাটি ২৯.৬ ক্যারটের।



খনিটির খনন কাজ চালাচ্ছে পেট্রা ডায়ামন্ডস কোম্পানি। পেটা ডায়ামন্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কুলিনানে খনন কাজ শুরু করার পর পাওয়া সবচেয়ে ব্যতিক্রমধর্মী পাথর। পেট্টা ডায়মন্ডস ২০০৪ সালে কুলিনান খনিতে খনন কাজ শুরু করে।

এর আগে ২০১৩ সালে নীল হীরা পেয়েছিল পেট্রা। এ পাথরটি এক কোটি ৬৯ লাখ মার্কিন ডলারে বিক্রি করেছিল কোম্পানিটি।

কুলিনানে পাওয়া একটি নীল হীরা ২০১২ সালে নিলামে এক কোটি ৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
আশা করা হচ্ছে, নতুন পাওয়া হীরাখণ্ড বেশ চড়া দামেই বিক্রি করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।