ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

৭৭ বছর বয়সে সেপ ব্লাটারের নতুন প্রেম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, জানুয়ারি ২০, ২০১৪
৭৭ বছর বয়সে সেপ ব্লাটারের নতুন প্রেম!

ঢাকা: ৭৭ বছর বয়সী ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের সঙ্গে ৪৯ বছর বয়সী এক নারীর প্রেমের গুঞ্জন উঠেছে। লিন্ডা ব্যারাস নামের ওই নারীর স্বামী জানান, ব্লাটারে নতুন প্রেমিকা আমার স্ত্রী।

আমি জানতামই না তারা দু’জন রোমান্স করছেন।

গত সপ্তাহে ব্যালন ডি’অর অনুষ্ঠানে দু’জনকে একত্রে দেখার পর গুঞ্জনটি জোরালো হয়ে উঠে। গুঞ্জনের শুরুটা করেছে ব্লাটারের মাতৃভূমি সুইজারল্যান্ডের কয়েকটি সংবাদ মাধ্যম।

গুঞ্জন সম্পর্কে লিন্ডার স্বামী জানান, এ সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এখনও তার সঙ্গে বিবাহবদ্ধ এতটুকুই জানি।

তিনি আরো বলেন, আমি যতদূর জানি আমার স্ত্রী গত সপ্তাহে ব্যালন ডি’অর অনুষ্ঠানে গিয়েছিল। আর ব্লাটার আমাদের এক প্রকার আত্মীয়।

লিন্ডা ১৯৮৮ সালে বিয়ে করেন। তাদের ঘরে দু’কন্যা সন্তান রয়েছে।

এদিকে ফুটবল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি সেপ ব্লাটার এর আগে তিনবার বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।