ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, জানুয়ারি ২০, ২০১৪
নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ডে মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২ মাত্রা।

তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটে (বাংলাদেশ সময় ৮টা ৫২ মিনিটে) রাজধানী শহর ওয়েলিংটনের ১১৫ কিলোমিটার উত্তর পূর্বে উত্তর আইল্যান্ডে ভূগর্ভের ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

এখানকার ভূ-কম্পনের তীব্রতায় উত্তর ও পশ্চিম আইল্যান্ড কেঁপে ওঠে বলে জানায় সংবাদ মাধ্যমগুলো। এছাড়া, ভূমিকম্পটির পর কয়েক দফায় ছোট ছোট কম্পন অনুভূত হয়।

স্থানীয় বাসিন্দারা জান‍ান, ভূমিকম্পের পর আতঙ্কে লোকজন ঘর-ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। হুড়ো‍হুড়ি করতে গিয়ে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।