ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যেখানে বাঘ-সিংহের পাশে শোয়া যায়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, জানুয়ারি ১৯, ২০১৪
যেখানে বাঘ-সিংহের পাশে শোয়া যায়!

গর্জনের তোড়ে আশপাশে থাকা যেখানে বিপজ্জনক হয়ে ওঠে, সেখানে বনের রাজা সিংহ আর বাঘের কাছে গিয়ে আদর করাতো আরও ভয়ংকর ব্যাপার।

তবে কেবল আদরই নয়, আর্জেন্টিনার বুয়েন্স এইরেস প্রদেশের লুজান চিড়িয়াখানায় থাকা সিংহ ও বাঘের সঙ্গে কেউ ইচ্ছে করলে শুতেও পারবে, কোলাকুলিও করতে পারবে, গড়াগড়িও খেলতে পারবে!

ব্যাপারটি লোমহর্ষক নয় কি? এমন লোমহর্ষক ব্যাপারটি সম্ভব কীভাবে?

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, প্রাণীগুলো অনেক হৃষ্টপুষ্ট এবং নিয়মিত খাবার পায় বলে মানুষকে খাদ্য মনে করে না।



যদিও সিংহ ও বাঘগুলোকে শান্ত করে রাখার ওষুধ ব্যবহার করা হয়েছে বলে কিছু প্রাণী অধিকার সংগঠন দাবি করেছে, তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্যের সঙ্গেই একমত বেশিরভাগ পর্যটক।

কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে কখনোই এই চিড়িয়াখানায় সামান্যতম দুর্ঘটনাও ঘটেনি।

এর কারণ হলো, কুকুরের মতো পোষা প্রাণীর সঙ্গে গড়ে ওঠা এই ভয়ংকর প্রাণীগুলোকে মানুষের সঙ্গে যোগাযোগে সক্ষম করে গড়ে তোলা হয়।

শৈশব থেকেই মানুষকে সবসময় কাছে পেয়ে বেড়ে ওঠে বলে বড় হয়েও মানুষকে আক্রমণের ব্যাপারটি বোধ করে না লুজান চিড়িয়াখানার বাঘ-সিংহগুলো!

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।