ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাজ্যসভার প্রার্থী হচ্ছেন মিঠুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জানুয়ারি ১৮, ২০১৪
রাজ্যসভার প্রার্থী হচ্ছেন মিঠুন মিঠুন চক্রবর্তী

কলকাতা: ভারতের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গ থেকে ভারতের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস থেকে আসন্ন নির্বাচনে অংশ নেবেন তিনি।



শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফেসবুকের মাধ্যমে একথা ঘোষণা করেছেন।

তিনি একজন যোগ্যতম প্রার্থী উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, মিঠুন চক্রবর্তী শুধু পশ্চিমবঙ্গ নয় সারাদেশের সম্পদ।

রাজ্যসভার প্রার্থী নির্বাচিত হয় রাজ্যের বিধান সভার বিধায়কদের ভোটের মাধ্যমে।

অভিনয় ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক কর্মকাণ্ডে সাফল্যের সঙ্গে নিজের জীবন উৎসর্গ করেছেন মিঠুন চক্রবর্তী। মৃগয়া (১৯৭৬) চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটে তাঁর।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।