ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফেসবুকে যুক্ত হচ্ছে ‘ট্রেনডিং’ ফিচার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জানুয়ারি ১৮, ২০১৪
ফেসবুকে যুক্ত হচ্ছে ‘ট্রেনডিং’ ফিচার

ঢাকা: টুইটারের পর এবার ফেসবুকে চালু হচ্ছে ‘ট্রেনডিং’ ফিচার। সামাজিক যোগাযোগ সাইটগুলোতে হাল আমলের সবচেয়ে বেশি আলোচিত ও জনপ্রিয় বিষয়গুলি জানার জন্য ফেসবুক নতুন এ ফিচার যোগ করতে যাচ্ছে।



প্রাথমিকভাবে ‘ট্রেনডিং’ ফিচার সুবিধা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা‍, অস্ট্রেলিয়া ও ভারতের ব্যবহারকারীরা পাবেন। পরবর্তীতে ‍অন্যান্য দেশের ব্যবহারকারীও এ সেবা পাবেন।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফিচারটি টুইটারের একটি ফিচারের কাছাকাছি হলেও কিছুটা ব্যতিক্রম হবে। ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীরা ফেসবুক পেইজের ওপরের ডান দিকে পোফাইল, হোমপেজ ও ম্যাসেজ আইকনের নিচে ফিচারটি দেখা যাবে।

ফেসবুকের ‘ট্রেনডিং’ ফিচারের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ক্রিস স্ট্রুহার বলেন, কিছু কি ওয়ার্ডের সঙ্গে এর ছোট্ট বর্ণনা থাকায় এটি টুইটারের ফিচারের চেয়ে সহজ হবে।  

তবে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের জন্য কিছুটা কঠিন হবে বলেও মনে করেন তিনি, কারণ ফেসবুক সাধারণত ব্যক্তিগত গোপনীয়তার ওপর জোর দিয়ে থাকে। পক্ষান্তরে টুইটার সার্বজনীন বিষয়াদির ওপর আলোচনা করে।

এরইমধ্যে ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার চালু করেছে বিশ্বের সর্ববৃহৎ এ সামাজিক যোগাযোগ সাইট।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/এসএফআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।