ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নকলের দায়ে বরখাস্ত ৩৪ মার্কিন সামরিক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, জানুয়ারি ১৬, ২০১৪
নকলের দায়ে বরখাস্ত ৩৪ মার্কিন সামরিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে সামরিক কর্মকর্তাদের বরখাস্তের কথা জানাচ্ছেন মার্কিন বিমান বিষয়ক মন্ত্রী লি জেমস

ঢাকা: দক্ষতা যাচাই পরীক্ষায় উতরাতে নকল করেছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ৩৪ কর্মকর্তা। অসুদুপায়ের দায়ে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।



সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন মর্যাদার ওইসব কর্মকর্তা পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, নৈমিত্তিক পরীক্ষা চলাকালে কিছু স্টাফ একে অপরের কাছে উত্তর আদান-প্রদান করেছেন। ওইসব স্টাফের অসুদুপায়ের কথা জানলেও অন্যান্যরা রিপোর্ট করেনি।

ঘাঁটিতে কর্মকর্তারা মাদক সেবন করছেন-এমন অভিযোগের তদন্তের সময় পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের বিষয়টি ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বিষয়ক মন্ত্রী দেবরাহ লি জেমস জানিয়েছেন, মোন্টানাস্থ ম্যালস্ট্রোম বিমান ঘাঁটির কর্মকর্তা অসুদুপায়ের সঙ্গে জড়িত ছিলেন। মাসিক ওই পরীক্ষা সব ক্ষেপণাস্ত্র কর্মকর্তাদের জন্য আবশ্যকীয় ছিল।
অসুদুপায়ের বিষয়ে তিনি বলেন, ‘কিছু কর্মকর্তা এটি করেছে। অনেকে বিষয়টা সম্পর্কে জানত। কিন্তু তারা কিছুই করেননি, অন্ততপক্ষে তারা এটি থামাতে পারতেন বা রিপোর্ট করতে পারতেন।

লি জেমস সামরিক কর্মকর্তাদের এ ধরনের ‘আচরণকে পুরোপুরি অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন।
অভিযুক্তদের চাকরিচ্যুত করায় পরমাণু কর্মসূচির নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, এটি আমাদের বিমান বাহিনীর কিছু সদস্যের ব্যর্থত‍া। এতে পরমাণু মিশনের কোনো ব্যর্থতা নেই।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।