ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি আরবে দুই পাকিস্তানির শিরশ্ছেদ

সৌদি আরব করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, জানুয়ারি ১৬, ২০১৪
সৌদি আরবে দুই পাকিস্তানির শিরশ্ছেদ

ঢাকা: নতুন বছরের শুরুতেই মাদক চোরাচালানের অভিযোগে দুই পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি আরব।

রক্ষণশীল সৌদি আরবে খুন, ধর্ষণ, ডাকাতি, ধর্মান্তরণ ও মাদকদ্রব্য বহনসহ নানা ফৌজদারী অপরাধের কারণে শিরশ্ছেদের বিধান রয়েছে।



পেটের মধ্যে লুকিয়ে হেরোইন বহন করায় গত মঙ্গলবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এবং দাম্মামের কাতিফ শহরে তাদের শিরশ্ছেদ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্টীয় বার্তা সংস্থা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।  

যাদের শিরশ্ছেদ করা হয়েছে তারা ‍হলেন- আবরার হোসেন নাজির ও জাহিদ খান বারাকাত।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার হিসাব মতে গত ২০১৩ সালে বিভিন্ন অভিযোগে ৭৮ জনের শিরশ্ছেদ করা হয়।

২০১২ সালে এই সংখ্যা ছিল ৭৬ জনে। অবশ্য মানবাধিকার সংস্থা অ্যামোনেষ্টি ইন্টারন্যাশনাল এর হিসাব মতে তা ছিল ৭৯ জন।

সৌদি আরবে কঠোর ইসলামী শরীয়াহ আইন চালু আছে। আর এই শরীয়াহ আইনের মাধ্যমেই ফৌজদারী সহ সকল অপরাধের বিচার করা হয়।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬,২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।