ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে বিক্ষোভ বিরোধী আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, জানুয়ারি ১৭, ২০১৪
ইউক্রেনে বিক্ষোভ বিরোধী আইন পাস

ঢাকা: ইউক্রেনে বিক্ষোভ-প্রতিবাদ দমনে আইন পাস করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ এর অনুগত সাংসদরা সংসদে ‘বিতর্কিত’ ওই আইন পাস করেন।

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন ঠেকাতে এই ব্যবস্থা সরকার গ্রহণ করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়।

নতুন আইনে জনগুরুত্বপূর্ণ এলাকায় অনুমতি ব্যতিরেকে তাঁবু গেড়ে অবস্থান কিংবা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর কোন মন্তব্য বা বিবৃতি দেওয়া যাবে না। সময়সাপেক্ষ প্রচলিত ইলেকট্রনিক ভোটিং এর পরিবর্তে দ্রুত এই আইনটি পাস করা হয়।

বিরোধীরা বলছেন, আইনটি অবৈধ। এর ফলে আগামীতে সরকার বিরোধী আন্দোলন আরো চাঙ্গা হবে বলে দাবি করেন তারা।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই আইন পাসে উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।