ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আগুনে জ্বলছে তিব্বতীয় শহর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, জানুয়ারি ১১, ২০১৪
আগুনে জ্বলছে তিব্বতীয় শহর

ঢাকা: আগুনে জ্বলছে শত বছরের ঐতিহ্যবাহী তিব্বতীয় শহর শাংরিলা। শাংরিলা চীনের ইউনান প্রদেশের একটি শহর।

  আগুনে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির অধিকাংশ বাড়িঘর কাষ্ঠ-নির্মিত হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা আরো বেড়ে গেছে।

বিবিসি জানায়, পর্যটনের জন্য বিখ্যাত হিমালয় পাদদেশের এই শহরটির শতাধিক বাড়িঘর আগুনে পুড়ে গেছে।   তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। একটি রিপোর্টে বলা হয় কোন একটি গেস্টহাউজ থেকে আগুনের সূত্রপাত।

এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এক হাজারেরও বেশি দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজে নিয়োজিত। তাদের সঙ্গে যোগ দিয়েছে পুলিশ এবং স্বেচ্ছাসেবক।

দেশটির একটি টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, শহরের অনেকে বাসিন্দা ঘরছাড়া হয়েছেন। আনুমানিক ক্ষয়ক্ষতি পরিমাণ ১’শ মিলিয়ন ইউয়ান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।