ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এবার মহাশূন্য থেকে সরাসরি টিভি অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, জানুয়ারি ১১, ২০১৪
এবার মহাশূন্য থেকে সরাসরি টিভি অনুষ্ঠান

ঢাকা: এবার পৃথিবীতে বসে মহাশূন্যে থেকে সরাসরি টিভি অনুষ্ঠান দেখা যাবে। আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন ট্র্যাকিং এর মাধ্যমে এটি করতে যাচ্ছে ব্রিটেনের টিভি চ্যানেল-৪।



‘লাইভ ফ্রম স্পেস’ (মহাশূন্য থেকে সরাসরি) শিরোনামের অনুষ্ঠানটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের মাধ্যমে ব্রিটেনসহ আরও ১৭০টি দেশ সম্প্রচার করবে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) খুঁটিনাটি ছাড়াও পৃথিবীর কক্ষপথের হাই-ডেফিনিশন ইমেজ অনুষ্ঠানে দেখানো হবে।

ব্রিটিশ ট্যালেন্ট সার্চ প্রোগাম ‘দ্য এক্স ফ্যাক্টর’ এর স্বনামখ্যাত বিচারক ডারমট ও’লিয়্যারি অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। অনুষ্ঠানে হাউসটনের নাসা মিশন কন্ট্রোলের মাধ্যমে একজন নভোচারীর সঙ্গে কথা বলতে দেখা যাবে তাকে।

‘দ্য আইএসএস’ নামে এই ১’শ বিলিয়ন ডলারের প্রজেক্টটির সঙ্গে এক ডজনের মতো দেশ যুক্ত। ২০০০ সাল থেকে প্রজেক্টটি পরিচালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।