ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মৃত ব্যক্তি জেগে উঠলেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, জানুয়ারি ১১, ২০১৪
মৃত ব্যক্তি জেগে উঠলেন!

ঢাকা: কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরাও তাকে মৃত ঘোষণা করেন।

ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয় তার লাশ। কিন্তু মর্গে জেগে উঠলেন তিনি।

কেনিয়ায় ঘটেছে এ ঘটনা। পল মুতোরা কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার রাতে নাইভাশা হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠান।

মর্গের কর্মী লাশ কাটা-ছেড়া করতে গেলে ভড়কে যান। শ্বাস নিচ্ছেন পল মুতোরা। পরে ‍তাকে মর্গ থেকে বের করা হয়।

রাজধানী নাইরোরি থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত ওই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চিকিৎসকেরা বলছেন, কীটনাশকে মুতোরা হৃদপিণ্ডের স্পন্দন খুবই ধীর হয়ে যায়। এ কারণে তাকে মৃত ভাবা হয়েছিল।

নাইভাশা জেলার পুলিশ সুপার বলেছেন, এ ঘটনায় চিকিৎসকদের বিভ্রান্ত করেছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।