ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

‘বিপজ্জনক’ ৭২ বন্দিকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জানুয়ারি ১০, ২০১৪
‘বিপজ্জনক’ ৭২ বন্দিকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান

ঢাকা: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বিপজ্জনক’ চিহ্নিত ৭২ বন্দিকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান। দেশটির সরকার বৃহস্পতিবার জানিয়েছে, রাজধানী কাবুলের কাছে কুখ্যাত বাগরাম কারাগার থেকে ‘বিপজ্জনক’ চিহ্নিত ৮৮ জন সন্দেহভাজন তালেবান বন্দির মধ্য থেকে এই বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।



আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় ‘প্রেসিডেন্সিয়াল প্যালেস’ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের সভাপতিত্বে বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক হয়েছে।

বৈঠক শেষে বাগরাম বন্দিদের মামলার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন নির্দোষ ও ভিত্তিহীন অভিযোগে আটক ৪৫ বন্দিকে মুক্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আরও যে ২৭টি মামলায় অপর্যাপ্ত ও অসাঞ্জমস্যপূর্ণ অভিযোগ আনা হয়েছে সেসব মামলায় আটক ব্যক্তিদেরও মুক্তির বিষয়টি পর্যালোচনা করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি ৬৫০ বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে আরও অনেক বন্দিকে মুক্তি দেওয়া হবে।

তবে আফগান সরকারের এসব সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি এসব ‘বিপজ্জনক’ বন্দিকে মুক্তি দেওয়া হয়, তবে তারা আবার তালেবানে যোগ দিয়ে এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।