ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রক্তনদীর রহস্য!

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, জানুয়ারি ১০, ২০১৪
রক্তনদীর রহস্য!

ঢাকা: হঠাৎ করেই লাল রং ধারণ করে যুক্তরাজ্যের নর্দাম্পটনশায়ারের ছোট একটি নদীর পানি। এরপর শুরু হয় জল্পনা-কল্পনা।

প্রত্যক্ষদর্শী পেপ ফিন স্কিনড্যালডি নামের এক বাসিন্দা বলেন, প্রথমে আমার মনে হয়েছিল হয়তো কেউ মারা গেছে। আর এটা তারই রক্ত। কিন্তু পরে মনে হয় এটি আসলে কোনো তিমির রক্ত।  

অনেকে আবার বিষয়টিকে ‘হরর মুভির’ দৃশ্যের সঙ্গে তুলনা শুরু করে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সমাধান হলো এ রক্তনদী রহস্যের।

নর্দাম্পটনের মৌল্টন এলাকার পরিবেশবিদরা বলছেন নদীর পানি এমন অদ্ভুত রং ধ‍ারণের কারণ আসলে কোনো উৎস থেকে উছলে পড়া কালি।

পরিবেশ দপ্তরের এক মুখপাত্র হাফিংটন পোস্টকে বলেন, পানির রঙের এই পরিবর্তন মূলত পানির মধ্যে থাকা রঙেরই ফল। এটি তেমন কোনো ব্যপার নয়। এতে পরিবেশের ‍উপর কোনো নেতিবাচক প্রভাবও পড়বে না।

এর আগে ২০১২ সালে এরকম এক ঘটনায় লেবাননের বৈরুত নদীর পানিও রক্তবর্ণ ধারণ করে। অবশ্য সেটি ছিল কারখানার ফেলে দেওয়া বর্জ্য ফল।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।