ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিশেলের বলিউডি নাচ হোয়াইট হাউসের সেরা ছবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৪, জানুয়ারি ৯, ২০১৪
মিশেলের বলিউডি নাচ হোয়াইট হাউসের সেরা ছবি

ঢাকা: মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামার বলিউডি নাচের ছবি জায়গা পেয়েছে হোয়াইট হাউসের সেরা ছবির অ্যালবামে।

গত নভেম্বর দিওয়ালি উৎসব উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি কক্ষে বলিউড ড্যান্স ক্লিনিকের শিক্ষার্থীদের সঙ্গে নেচেছিলেন ‍মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পত্মী।



গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের নওয়াজ শরীফের হোয়াইট হাউজে আগমনের ছবিকে টপকে চুক কেনেডির তোলা মিশেলের ছবিটি সেরার অ্যালবামে জায়গা করে নেয়।

ছবিটির র‌্যাংকিং না দেওয়া হলেও সেরা দশের স্থান নিশ্চিত হয়েছে।

হোয়াইট হাউজের প্রধান ফটোগ্রাফার পেট সুজা প্রতি বছরের জানুয়ারিতে আগের বছরের হোয়াইট হাউজের বিভিন্ন ঘটনা এবং প্রেসিডেন্ট ওবামা, তার পরিবার এবং কর্মকর্তাদের ছবিগুলো দিয়ে অ্যালবামটি তৈরি করে থাকেন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।