ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মোদীর জনসভার প্রবেশমূল্য ১০০ রুপি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, জানুয়ারি ৮, ২০১৪
মোদীর জনসভার প্রবেশমূল্য ১০০ রুপি!

কলকাতা: আগামী ৫ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর জনসভায় প্রবেশের জন্য ১০০ রুপি মূল্যের টিকিট ধার্য করা হয়েছে!

মোদীর জনসভায় প্রবেশের অনুমতি হিসেবে এই টিকিটের ব্যবস্থা নিলো পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। যদিও এই টিকিটের চাঁদাকে ‘অনুদান’ বলতে চাইছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি রাহুল সিনহা।



জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদীর জনসভাস্থলে মোট ৩০ হাজার আসন রাখা হয়েছে। এখানে টিকিট কেটেই প্রবেশ করতে পারবেন নেতাকর্মীরা।

রাহুল সিনহা জানিয়েছেন, টিকিটের মাধ্যমে ওঠা অর্থ (রুপি) আগামী লোকসভা নির্বাচনে দলের প্রচারণার কাজে ব্যবহার করা হবে।

৮ জানুয়ারি থেকে রাজ্য বিজেপির ওয়েবসাইটে প্রয়োজনীয় নির্দেশনা মেনে এই টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেউ চাইলে ১০০ রুপিরও বেশি ‘অনুদান’ দিতে পারেন।

অবশ্য, এর আগেও বিজেপির সভায় টিকিটের প্রথা ছিল। তবে সেটা ৫ থেকে ১০ রুপির মধ্যে সীমাবদ্ধ ছিল।

সূত্র জানিয়েছে, আগামী ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে অন্তত ৫টি আসন পাওয়ার আশা করছে।

বাংলাদেশ সময়: ১৩২৩  ঘণ্টা, জানুয়ারি০৮, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।