ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফের সংলাপ শুরুর আহ্বান ফ্রান্সের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, জানুয়ারি ৮, ২০১৪
ফের সংলাপ শুরুর আহ্বান ফ্রান্সের

ঢাকা: বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে ফের সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে ফ্রান্স। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাঠামোর মধ্যে এ সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানায় দেশটি।


 
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এ দেশের সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মঙ্গলবার এ আহ্বান জানান।
 
তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাঠামোর মধ্যে থেকে ফের সংলাপ শুরু করতে উৎসাহিত করছি।
 
এদিকে, অনেক নাটকীয়তার পর গত রোববার দেশের প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অংশগ্রহণ ছাড়াই দশম জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিজয়ী হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
 
এর আগে বিরোধীদলীয় জোটকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। এমনকি নির্বাচন পেছানোর কথাও বলেছিল পশ্চিমা দেশগুলো।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো থেকেও বিরত থাকে তারা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনের পক্ষে ছিল ভারত।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।