ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চর্তুথ প্রান্তিকে মুনাফা কমেছে স্যামসাংয়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, জানুয়ারি ৭, ২০১৪
চর্তুথ প্রান্তিকে মুনাফা কমেছে স্যামসাংয়ের

ঢাকা: দক্ষিণ কোরিয়া ভিত্তিক বৃহৎ ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স’র ২০১৩ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা কমেছে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে।

স্যামসাং জানায়, গত বছরের চর্তুথ প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা ৭.৮ বিলিয়ন ডলার হতে পারে।

যা আগের প্রান্তিকের চেয়ে (জুলাই-সেপ্টেম্বর) ১৮ শতাংশ কম।

আর গত বছরের একই সময়ের তুলনায় কম ৬ শতাংশ।

এদিকে, মুনাফা কমে যাওয়ার বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু না বলা হলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিশ্বব্যাপী স্যামসাংয়ের স্মার্টফোন হ্যান্ডসেট বিক্রি কমে যাওয়াই মূল কারণ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।