ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে এবার পোলিশ নারীকে ধর্ষণ

আন্তর্জাতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, জানুয়ারি ৬, ২০১৪
দিল্লিতে এবার পোলিশ নারীকে ধর্ষণ

ঢাকা: একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলছে ভারতে। একটি ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটছে।

এবার এক পোলিশ নারীকে ট্যাক্সিচালক ধর্ষণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী ওই নারী মথুরা থেকে দিল্লিতে ফিরছিলেন। সঙ্গে ছিল তার দুই বছর বয়সী মেয়ে।

দিল্লি পুলিশের মুখপাত্র রজন ভগত জানান, ১৫০ কিলোমিটারের যাত্রার কোনো এক স্থানে ওই নারীকে ধর্ষণ করেন ট্যাক্সির চালক। আসার পথে ট্যাক্সিচালক নেশাজাতীয় কিছু দিয়ে অচেতন করে তাকে..মেডিকেল রিপোর্টে ধর্ষণ নিশ্চিত করা গেছে।

ট্যাক্সিচালক ওই নারীকে তার কন্যাসহ দিল্লীর রেল স্টেশনের পাশে একটি বেঞ্চে রেখে পালিয়ে যান। পরে জ্ঞান ফিরলে তিনি দেখতে পান পাশে তার মেয়ে কান্না করছে।

ধর্ষক ট্যাক্সিচালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: তমাল ‍আবদুল কাইয়ূম/শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।