ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পবিত্র ভূমি সফরে যাচ্ছেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, জানুয়ারি ৬, ২০১৪
পবিত্র ভূমি সফরে যাচ্ছেন পোপ ফ্রান্সিস

ঢাকা:  প্রথম ক্যাথলিক চার্চ প্রধান হিসেবে পবিত্র ভূমি সফরে যাচ্ছেন পোপ ফ্রান্সিস।

আগামী মে মাসের ২৪ থেকে ২৬ তারিখের সফরকালে তিনি পশ্চিম উপত্যাকার জেরুজালেম, বেথেলহাম ও  জর্ডানের রাজধানী আম্মানে পা রাখবেন।



ভ্যাটিকান সিটিতে সাপ্তাহিক ‘সানডে ব্লেসিং’য়ে তিনি সফরের ঘোষণা দেন।

ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস ও প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের আমন্ত্রণে পবিত্র ভূমি সফরে যাচ্ছেন।

ধারণা করা হচ্ছে, ২০১৪ সালে এটিই হবে পোপ ফ্রান্সিসের একমাত্র সফর।

পোপ ফ্রান্সিস বলেছেন, জেরুজালেমে মধ্যপ্রাচ্যের খ্রিস্টান চার্চগুলোর প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন।
বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, যিশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত স্থান সফরের গুরুত্বের দুটি দিক রয়েছে।

বিবিসির ইসরায়েল ও প্যালেস্টাইন সংবাদদাতারা জানিয়েছেন, তার এ সফর রোম থেকে এক হাজার বছর আগে আলাদা হয়ে যাওয়া অর্থডক্স চার্চগুলোর প্রতি সদিচ্ছামূলক আচরণের বহিঃপ্রকাশ। অন্যদিকে এ সফর ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে শান্তি স্থাপনে গুরুত্ব রাখবে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।