ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সংঘর্ষে দক্ষিণ সুদানের জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জানুয়ারি ৬, ২০১৪
সংঘর্ষে দক্ষিণ সুদানের জেনারেল নিহত

ঢাকা: বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দক্ষিণ সুদানের সেনাবাহিনীর প্রধান। সোমবার দেশটির বিদ্রোহীদের দখলে থাকা বোর শহরে সংঘর্ষে তিনি নিহত হন।



গত ১৫ ডিসেম্বর প্রেসিডেন্ট সালভা কির ও বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। সংঘর্ষে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। ঘরছাড়া হয়েছে দুই লক্ষাধিক মানুষ।

ঘরবাড়ি ছাড়া হয়েছেন অন্তত দুই লাখ মানুষ। গত জুলাইয়ে বরখাস্ত মাচার সরকার উৎখাতের পরিকল্পনা করছেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে মাচার বলেন, বরং আগামী বছর নির্বাচন সামনে রেখে বিরোধীদের ওপর দমন-পীড়ন শুরু করেছেন প্রেসিডেন্ট কির।

সরকার ও বিদ্রোহীদের মধ্যে যখন শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া চূড়ান্ত তখনই শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হলেন। এর ফলে অস্ত্রবিরতির লক্ষ্যে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল তা নিয়ে সংশয়ের তৈরি হলো।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: কবির হেসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।