ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দুই মাথাওয়ালা গরুর বাছুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, জানুয়ারি ৫, ২০১৪
দুই মাথাওয়ালা গরুর বাছুর!

ঢাকা: অবিশ্বাস্য হলেও সত্য! একটি দুই মাথাওয়ালা গরুর বাছুর জন্ম নিয়েছে।

আফ্রিকার মরক্কোর উত্তরাঞ্চলীয় ফেজের সেফরো গ্রামে জন্ম নেওয়া ওই বাছুরটির নাম দেওয়া হয়েছে ‘সানা সাইদা’।

আরবি ভাষার এ নামের অর্থ হচ্ছে ‘শুভ নববর্ষ। ’

৩০ ডিসেম্বর জন্ম নেওয়ায় ‘সানা সাইদা’ বলে বাছুরটিকে ডাকছেন তার মালিক।

গ্রামবাসীর নজর কেড়েছে বাছুরটি। উৎসুক মানুষ বাছুরটিকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে এসে দেখছেন।

তবে ‘সানা সাইদা’য় প্রথম নয়, এর আগেও ঘটেছে এমন ঘটনা। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ভেরমন্টের দুই মাথাওয়ালা এক বাছুরের জন্ম নয়। দুই মুখ দিয়েই বাছুরটি স্বাভাবিকভাবে খেতে পারত।

এর আগে নিউজিল্যান্ডে একটি বাছুর এক মাথা নিয়ে জন্ম নিলেও তার আট পা, চার কান ছিল। ২০১১ সালে জর্জিয়ায় দুই মাথা বিশিষ্ট একটি প্রাণীর জন্ম হয়।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।