ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অপর্যাপ্ত ঘুমে মস্তিষ্কের টিস্যু ক্ষয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, জানুয়ারি ৫, ২০১৪
অপর্যাপ্ত ঘুমে মস্তিষ্কের টিস্যু ক্ষয়

ঢাকা: রাতে ভালো ঘুম না হলে সারা দিনটা কাটে অস্বস্তিতে। সারাদিন থাকে ঘুম ঘুম ভাব, মেজাজও থাকে খিটখিটে।

এটা ঘটে মস্তিষ্কের টিস্যু ক্ষয়ের কারণে।

সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বেরিয়ে এসেছে, মস্তিষ্ক সুস্থ রাখতে রাতে পর্যাপ্ত ঘুম খুবই দরকারি।
ওই গবেষণায় দেখা গেছে, এক রাত ঘুমবিহীন কাটলে মস্তিষ্কের টিস্যুতে ক্ষয় ধরে।

উপ্পসালা বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় স্বাভাবিক ওজনের ১৫ জন অংশ নেন। এক পরিস্থিতিতে তাদেরকে একরাত না ঘুমাতে দিতে রাখা হয়েছে, অন্য পরিস্থিতি তাদেরকে টানা ৮ ঘণ্টা ঘুমাতে দেওয়া হয়।

‘স্লিপ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, পর্যাপ্ত ঘুমের দিনের চেয়ে ঘুমহীন দিনে তাদের এনএসই ও এস-১০০ বি’র মলিকিউলে ব্লাড কনসেন্ট্রেশন বেড়ে যায়।   এনএসই ও এস-১০০বি’র মলিকিউলে ব্লাড কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ায়।   এ কারণে মস্তিষ্কের টিস্যু ক্ষয় হয়।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।