ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কলমের দাম ১১ কোটি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, জানুয়ারি ৩, ২০১৪
কলমের দাম ১১ কোটি!

ঢাকা: পৃথিবীর সবচেয়ে দামি কাজটি হয় কলম দিয়ে। তুলনামূলকভাবে প্রয়োজনীয় হয়েও এই কলমই বোধ হয় সবচেয়ে সস্তা বস্তু।

অবশ্য, বেশ কিছু সৌখিন কলমও রয়েছে বাজারে। এগুলোর দাম ৫০ টাকা থেকে ৫ হাজার এমনকি ১০ হাজার টাকা পর্যন্তও রয়েছে। কিন্তু একেবারে ১১ কোটি ৩৮ লাখ টাকা দামের কলমও তৈরি হবে এমনি কি কেউ ভেবেছে আগে?

কেউ না ভেবে থাকলেও বাংলাদেশি প্রায় ১১ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৭৫০ টাকা দামের কলম তৈরি করেছে যুক্তরাজ্য। দেশটির অর্থে ৮ লাখ ৯০ হাজার পাউন্ড।

‘অরোরা দায়ামন্তে ফাউন্টেন পেন’ নামক এ কলমগুলো পাওয়া যাচ্ছে দেশটির অভিজাত ডিপার্টমেন্টাল স্টোর ‘হ্যারডস’-এ।

হ্যারডস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ১৮ ক্যারট হলুদ ও সাদা সোনা এবং ১ দশমিক ৮ ক্যারট বহুমূল্যমানের নীল ডায়ামন্ড খচিত এই কলমগুলোর নকশা মূলত ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ মোঘল আমলের বিভিন্ন স্থাপত্য থেকে অনুকরণ করা হয়েছে।

হ্যারডস জানায়, প্রিয়জনকে মার্জিত, ছোট অথচ অন্যতম দামি উপহার দেওয়ার সুযোগ করে দিতে এ কলম তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।