ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নৌকায় সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, জানুয়ারি ৩, ২০১৪
নৌকায় সন্তান প্রসব

ঢাকা: ত্রাণ সহায়তা সরবরাহকারী এক নৌকায় সন্তান প্রসব করেছেন এক ব্রাজিলীয় নারী। ব্রাজিলের বন্যা প্লাবিত লিনাহেরস শহরে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

প্রসব বেদনায় ছটফট করতে থাকলে ত্রাণ সরবরাহকারী দল ওই নারীকে নৌকায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। কিন্তু হাসপাতলে আর যেতে হয় নি তাকে। পথেই সন্তানের জন্ম দেন তিনি।

বন্যায় সবকিছু ডুবে যাওয়ায় সড়ক পথে ওই নারীকে হাসপাতালে নেওয়ার উপায় ছিল না। একদিন আগে প্রসব বেদনা উঠলেও এক স্থানীয়ের মাধ্যমে খবর পেয়ে পরদিন ওই নারীকে নৌকায় করে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন ত্রাণ সহায়তাকর্মীরা।

শিশুটির জন্ম অলৌকিক বলে উল্লেখ করেছেন নৌকায় থাকা এক ত্রাণ সহায়তাকর্মী।

সম্প্রতি ব্রাজিলের এসপিরিতো সান্তো রাজ্যে বন্যায় ২৩ জন নিহত হন এবং প্রায় ৬০ হাজার মানুষ আশ্রয়চ্যুত হন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।