ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নির্বাচন শেষে পদত্যাগের ঘোষণা মনমোহনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, জানুয়ারি ৩, ২০১৪
নির্বাচন শেষে পদত্যাগের ঘোষণা মনমোহনের

ঢাকা: আসন্ন জাতীয় সাধারণ নির্বাচনের পর পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

তিনি জানিয়েছেন, তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে ইচ্ছুক নন তিনি।

নতুন প্রধানমন্ত্রীর হাতে এ দায়িত্ব অর্পণ করতে তিনি প্রস্তুত।

শুক্রবার আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মনমোহন।

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জোটের হয়ে দুই দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী মনমোহন। দুই দফায় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে শুক্রবার দশমবারের মতো সংবাদ সম্মেলন করলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।