ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আসছে ফোর্ডের সৌর বিদ্যুৎ চালিত গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, জানুয়ারি ২, ২০১৪
আসছে ফোর্ডের সৌর বিদ্যুৎ চালিত গাড়ি

ঢাকা: সৌর বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে ছাড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ফোর্ড।

ফোর্ডের পরিকল্পনা মতে, গাড়ির ছাদে থাকবে একটি সোলার প্যানেল।

ওই প্যানেল থেকে চার ঘণ্টা চার্জকৃত ব্যাটারির সমান বিদ্যুৎ উৎপাদিত হবে। পুরোপুরিভাবে চার্জ থাকলে গাড়িটি ২১ মাইল চলতে পারবে।

পরিকল্পনা বাস্তবায়নের আগে ‍গবেষণা চালাচ্ছে বহুজাতিক কোম্পানিটি। অল্প সময়ের মধ্যে সৌর বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির সম্ভাব্য যাচাই করবে কোম্পানিটি। এর আগে লাস ভেগাসের সিইএসে তুলে ধরা হবে গাড়ি তৈরির পুরো পরিকল্পনা।

ম্যাগনিফাইয়িং গ্লাস সদৃশ বিশেষ সোলার কনসেন্ট্রাটর লেন্স থাকবে সোলার প্যানেলটিতে। এই পূর্ব থেকে পশ্চিমে সূর্যের গতিবিধি অনুসরণ করবে এবং সোলার সেলে সূর্যের আলো পাঠাবে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।